খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ‘আমরা সত্যের অংশীদার’ শ্লোগান সম্বিলিত নিয়মিত পত্রিকা সাপ্তাহিক পলাশবাড়ী’র ১৫তম জন্মদিন পালিত হয়েছে। ১৫তম বছরে পর্দাপণ উপলক্ষে কেক কর্তন, প্রার্থনা-দো’আ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক উত্তম কর্মকারের সভাপতিত্বে কেক কর্তন ও আলোচনা সভায় আমার দেশ জেলা প্রতিনিধিশামিমুল হক শাহীন, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন আকন্দ, সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক হারুন উর- রশিদ বাদল, সাপ্তাহিক গাইবান্ধার বুকে পত্রিকার সম্পাদক শামছুজোহা, সাংবাদিকদের মধ্যে সালাহউদ্দিন কাশেম, শামীম রেজা, বিমল চন্দ্র, জাহিদ হোসেন জিমু, কার্তিক চন্দ্র, ময়নুল ইসলাম, আতিকুর রহমান, জাকিরুল ইসলাম, আব্দুল হাই, ইসমাইল হোসেন সিরাজি, লিটন মিয়া লাকু, দিশা আক্তার, খাইরুল ইসলাম, এসএস মিঠু, আনোয়ার হোসেন মাসুদসহ উৎপল কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.