খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিদায় উপলক্ষ্যে আলোচনা, কাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবীবা লেহিনা আকতার সীমা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্ভুচরণ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শামছুল আলম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাদুল্লাপুর প্রেস কাবের সভাপতি তাজুল ইসলাম রেজা ও সাবেক সভাপতি প্রভাষক মাহামুদুল হক মিলন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক অলিউর রহমান ফারাজী মিলন, বিদায়ী শিক্ষার্থী মরিয়ম আকতার, ফাইজা, তুষ্টি রাণী সাহা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রিক প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক উর্মিলা আকতার ও লিপি পারভেজ নুপুর। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।