খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে চলমান কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচির মাঝেও কয়েকটি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকরা নিজ উদ্যোগে বার্ষিক পরীক্ষা পরিচালনা করছেন। ৩ ডিসেম্বর বুধবার পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করলেও প্রধান শিক্ষক একাই পরীক্ষা চালিয়ে যাচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সাহেদ জানান, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট সাতটি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সহকারী শিক্ষকদের অনুপস্থিতিতে পরীক্ষা নিতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই সব প্রতিবন্ধকতা সত্ত্বেও পরীক্ষা নিচ্ছি।
তিনি আরও জানান, বর্তমানে সপ্তম ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত তাদেরই পূর্ববর্তী শিক্ষার্থীদের পরীক্ষাকক্ষে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষকের এমন উদ্যোগকে অনেক অভিভাবক স্বাগত জানিয়েছেন। তাদের মতে, আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা যাতে ব্যাহত না হয় সে বিষয়টি বিবেচনা করেই প্রধান শিক্ষক মানবিক দায়িত্বের পরিচয় দিয়েছেন।
উল্লেখ্য, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণে
এই তিন দফা দাবির প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।