আব্দুল্লাহিল শাহীন,তারাগঞ্জ, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নে ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচির চাল বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।
২০২৫–২৬ অর্থবছরের লটারিতে নির্বাচিত হয়ে তালিকাভুক্ত থাকা সত্ত্বেও একাধিক উপকারভোগী নিয়মিত চাল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা জানান, লটারিতে নাম ওঠার পর তারা প্রথম দুই মাসের চাল উত্তোলন করলেও তৃতীয় মাসে গিয়ে ইউনিয়ন পরিষদে নাম খুঁজে পাননি। চাল নিতে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয়।
সয়ার ইউনিয়নের শেখপাড়া এলাকার দরিদ্র নারী রোকসানা বেগম ও আইরিন বেগম বলেন, লটারিতে তাদের নাম ওঠার পর প্রথম দুই মাস নিয়মিত চাল পেয়েছেন। তবে তৃতীয়বার চাল তুলতে গেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট তাদের জানান, তোমরা অন্য সুযোগ-সুবিধা পাও, তাই আর চাল দেওয়া হবে না। অথচ অনুসন্ধানে জানা গেছে, তারা ভিডব্লিউবি ছাড়া অন্য কোনো সরকারি সুযোগ-সুবিধার আওতায় নেই।
একই ইউনিয়নের আরেক ভুক্তভোগী হাসিনা বেগম বলেন, লটারিতে আমার নাম ছিল। দুই মাস চালও পেয়েছি। কিন্তু তৃতীয়বার গেলে চেয়ারম্যান বলেন তোমার নাম নেই, তুমি চাল পাবে না।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচিত ৫৭০ জন উপকারভোগীর তালিকা পরিবর্তন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজের পছন্দের লোকদের মধ্যে চাল বিতরণ করছেন। এতে প্রকৃত হতদরিদ্র নারী উপকারভোগীরা চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
ঘটনার প্রতিকার চেয়ে ইতোমধ্যে একাধিক আইরিন ও রোকসানা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেনের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে ইউএনও মো. মোনাব্বর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, তদন্তে কোনো অনিয়ম পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট কোনো মন্তব্য করতে রাজি হননি।
Leave a Reply
You must be logged in to post a comment.