আব্দুল্লাহিল শাহীন,তারাগঞ্জ, রংপুরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এটিএম আজহারুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইয়াকুব আলী, যুব বিভাগের সভাপতি মোঃ কাজি হুদা, যুব বিভাগের সেক্রেটারি আমিনুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি কাজি জিকরুল ইসলাম জাহেরি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, এটিএম আজহারুল ইসলাম একজন পরীক্ষিত, যোগ্য ও জনপ্রিয় নেতা। রংপুর-২ আসনের সাধারণ মানুষের অধিকার আদায় ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুর-২ আসনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.