শরীফ মেহেদী হাসান,তারাগঞ্জ,রংপুরঃ
আজ ১৫ ডিসেম্বর, রংপুর জেলার তারাগঞ্জ থানা দ্বি- বার্ষিক পরিদর্শন করেন সম্মানিত রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।
আজ সকাল ১৬: ৩০ ঘটিকায় রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম তারাগঞ্জ থানায় উপস্থিত হলে রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন রেঞ্জ ডিআইজি কে সাদরে গ্রহণ করেন। অতঃপর একটি চৌকস প্যারেড দল তারাগঞ্জ থানা প্রাঙ্গণে ডিআইজি কে গার্ড অফ অনার প্রদান করে।
অতঃপর ডিআইজি আমিনুল ইসলাম তারাগঞ্জ থানার সকল নথি পত্র দ্বি বার্ষিক পরিদর্শন কার্যক্রম শুরু করেন।
অতঃপর ডিআইজি তারাগঞ্জ থানার অস্ত্রাগার এবং হাজতখানা পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার, রংপুরসহ জেলা পুলিশ,রংপুর হতে আরো উপস্থিত ছিলেন সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর এবং তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ সকল অফিসার ও ফোর্স।
তথ্য ও সূত্র
মিডিয়া কল সেন্টার
জেলা পুলিশ রংপুর।
Leave a Reply
You must be logged in to post a comment.