1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মানবিকতার ‘লাল ভালোবাসা’ পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটির নিয়মিত রক্তদাতা মমিনের ৪র্থ রক্তদান গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির বিশেষ সভা অনুষ্ঠিত সাঘাটায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ গাইবান্ধা-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মইনুর রাব্বি’র পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ পলাশবাড়ীতে ফেসবুক আইডিতে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধা-৫ আসনে সিপিবির প্রার্থী নিরব রবিদাসের মনোনয়নপত্র সংগ্রহ ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন সহ ৩ জন নিহত গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রাশেদ খান তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

মানবিকতার ‘লাল ভালোবাসা’ পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটির নিয়মিত রক্তদাতা মমিনের ৪র্থ রক্তদান

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

মোঃ ফেরদাউছ মিয়া,পলাশবাড়ীঃ
মানবিকতা কখনো বয়স দেখে না, এই কথার জীবন্ত প্রমাণ পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটির নিয়মিত রক্তদাতা মো. মমিন মন্ডল (২২)। অল্প বয়সেই বারবার রক্তদান করে তিনি হয়ে উঠেছেন অসহায় মানুষের ভরসা, মানবতার এক উজ্জ্বল আলোকবর্তিকা।

শনিবার (২৭ ডিসেম্বর) পলাশবাড়ীর সাংবাদিক মোঃ ফেরদাউছ মিয়ার অসুস্থ মায়ের জীবনরক্ষায় নিজের চতুর্থ ‘লাল ভালোবাসা’ রক্তদান করেন মো. মমিন মন্ডল। নিঃস্বার্থ এই মানবিক উদ্যোগ উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

মাত্র ২২ বছর বয়সেই ধারাবাহিকভাবে রক্তদান করে মমিন মন্ডল প্রমাণ করেছেন,ইচ্ছা থাকলে তরুণ বয়সেই সমাজের জন্য বড় অবদান রাখা সম্ভব। স্বেচ্ছাসেবী কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ পলাশবাড়ীসহ আশপাশের এলাকায় ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি একটি রক্তদান ও পরিবেশবান্ধব সামাজিক সংগঠন। সংগঠনটি নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টি ও পরিবেশ রক্ষায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত ও নিরাপদ রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় মো. মমিন মন্ডলের অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাঁর এই মানবিক কাজ নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবী রক্তদানে অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রক্তদান শেষে মো. মমিন মন্ডল বলেন,“মানুষের জীবন বাঁচাতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সুযোগ পেলে ভবিষ্যতেও নিয়মিত রক্তদান চালিয়ে যাব ইনশাআল্লাহ।”

পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটির পক্ষ থেকে মো. মমিন মন্ডলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং তাঁর মানবিক উদ্যোগের জন্য জানানো হয় আন্তরিক অভিনন্দন।

এছাড়াও পলাশবাড়ীর সাংবাদিক সমাজের পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এই প্রতিবেদনের লেখক ও একজন কৃতজ্ঞ সন্তান হিসেবে, মো. মমিন মন্ডলের প্রতি আমি মোঃ ফেরদাউছ মিয়া—হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। তাঁর এই মানবিক কাজ সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দিক,এই কামনা রইল।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft