খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে স্থানীয় আমবাগান ই.এম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান, সদস্য সচিব আব্দুস সালাম, জেলা ওলামাদলের সদস্য সচিব কাজী মো. আমজাদ হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।