খবরবাড়ি ডেস্কঃ ১৬ ডিসেম্বর বিজয়ের ৫৫ বছর উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিশাল সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ র্যালীতে জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপুল সংখ্যক ছাত্র অংশগ্রহণ করে। গাইবান্ধা সরকারি কলেজ চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র্যালী উদ্বোধন করেন পরে ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান।
পরে জেলা সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কর্মসূচীর প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ফয়সাল কবির রানা, জেলা সেক্রেটারি মো. ইউসুফ আল কার্যাভী, শহর সভাপতি হুমায়ুন ফারহান সাদিক, সদর উপজেলা সভাপতি মো. সোহেল রানা, কলেজ শাখার সভাপতি মো. মাহামুদুল হাসান মামুন প্রমুখ।
বক্তারা বলেন, ‘বিজয়ের চেতনাকে ধারণ করে দেশ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক নেতৃত্ব অপরিহার্য। ইসলামী ছাত্রশিবির সেই আদর্শিক নেতৃত্ব তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
তারা আরো বলেন, ‘বিজয় আমাদের আত্মত্যাগ, সংগ্রাম ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি দূর্ণীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে সচেতন ও সংগঠিত হতে হবে।’
Leave a Reply
You must be logged in to post a comment.