জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট,রংপুরঃ
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে সংগঠনটির রংপুর বিভাগীয় ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠান শুরুর প্রথম ভাগে বর্ণাঢ্য রেলি ও রেলী শেষে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুস ছালাম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফারুক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলার বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আলহাজ্ব গোলাপ হোসেন, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আবুল খায়ের ভূঁইয়া, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহা আলম ও মোঃ মোতালেব হোসেন, রংপুর বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সোহেলী হাউজ বিল্ডার্স-এর প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ সোলায়মান মিয়া, রংপুর ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল ইসলাম আলমগীর, লালমনিরহাট জেলার আর্কিটেক ইঞ্জিনিয়ার ফাতেমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নির্মাণ শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানান। বক্তারা অবিলম্বে নির্মাণ শ্রমিকদের ন্যূনতম মজুরি মিস্ত্রিদের জন্য ৮শত টাকা এবং সাধারণ লেবারদের জন্য ৬শত টাকা নির্ধারণের দাবি জানান।
প্রধান অতিথি আফজাল হোসেন তার বক্তব্যে বলেন, “দেশের অর্থনীতির মেরুদণ্ড এই নির্মাণ শ্রমিকরা। তাদের ঘামেই উন্নয়নের চাকা ঘোরে। কিন্তু তাদের জীবনযাত্রার মান এবং নিরাপত্তা সবসময়ই উপেক্ষিত। সরকারের উচিত দ্রুত তাদের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।”
উদ্বোধক মোঃ ফারুকুজ্জামান ফারুক বলেন, শ্রমিকদের ঐক্যই আমাদের শক্তি। নতুন বিভাগীয় কমিটি শ্রমিকদের অধিকার আদায়ে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করি। আমরা চাই, প্রতিটি নির্মাণ সাইটে শ্রমিকদের স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা সরঞ্জাম বাধ্যতামূলক করা হোক।
আলোচনা সভার সভাপতি আল আমিন সকল নির্মাণ শ্রমিককে স্বাস্থ্য বীমার আওতায় আনা, নির্মাণ কাজ চলাকালীন কোনো দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করা, শ্রমিকদের জন্য নিরাপদ বাসস্থান এবং তাদের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সাপ্তাহিক ছুটি এবং ওভারটাইমের ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ বিভিন্ন দাবী জানান।
আলোচনা শেষে, গাইবান্ধা জেলার সাধারন সম্পাদক শাহ আলমকে আহ্বায়ক এবং লালমনিরহাট জেলার সভাপতি আল আমিনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠান শেষে অসহায়, গরীব ও অকর্মক্ষম ৫শতাধিক শ্রমিকদের মাঝে শীত নিবারনের কমৃবল বিতরন করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.