সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
পীরগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হলো ২০২৫ সালের ৭, ৮ ও ৯ ডিসেম্বর, তিনদিনব্যাপী তিন পর্বে সাজানো মোট ৩০টি প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। কলেজ মাঠজুড়ে প্রতিদিনই ছিল প্রতিযোগিতা, কৌশল, উত্তেজনা ও উদ্দীপনায় ভরপুর এক উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের অংশগ্রহণ, শিক্ষকদের তত্ত্বাবধান এবং আয়োজন কমিটির দক্ষ ব্যবস্থাপনা পুরো ইভেন্টকে একটি সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন ক্রীড়া উৎসবে রূপ দেয়।
প্রথম পর্বে অনুষ্ঠিত হয় ছাত্রদের জন্য ১০০ মিটার ও ৪০০ মিটার দৌড়, উচ্চ লম্ফ, লং জাম্প, বল নিক্ষেপ এবং ভলিবল (একা ও দল)। গতি ও শক্তির সমন্বয়ে দৌড় প্রতিযোগিতাগুলো ছিল সবচেয়ে আকর্ষণীয়। উচ্চ লম্ফ ও লং জাম্পে দক্ষতা ও শারীরিক সক্ষমতার চমৎকার প্রদর্শনী দেখা যায়। বল নিক্ষেপে অংশগ্রহণকারীদের শক্তি ও কৌশল পাশাপাশি প্রতিযোগিতার মানও বাড়িয়ে তোলে। ভলিবল ম্যাচগুলোতে দলগত সমন্বয়, নেতৃত্ব ও ক্রীড়াসুলভ মানসিকতার অসাধারণ বহিঃপ্রকাশ ঘটে।
দ্বিতীয় পর্বে মাঠ দখল করে ছাত্রীদের প্রতিযোগিতা। তাদের জন্য আয়োজিত ১০০ ও ২০০ মিটার দৌড়, দাড়িয়াবান্ধা, লং জাম্প, বল নিক্ষেপ এবং ভলিবল ইভেন্ট পুরো মাঠজুড়ে আলাদা উচ্ছ্বাস তৈরি করে। বিশেষ করে দাড়িয়াবান্ধা প্রতিযোগিতা কলেজের ঐতিহ্যবাহী খেলাগুলোর প্রাণ ফিরে পাওয়ার এক অনন্য উদাহরণ। ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ দেখায়—শারীরিক সক্ষমতা, প্রতিযোগিতামূলক মনোভাব ও শক্ত মনোসংযোগে তারা সমানতালে এগিয়ে।
তৃতীয় পর্বে আবারও ছাত্রদের ইভেন্ট ১০০ মিটার দৌড়, ৪০০ মিটার রিলে, ৮০০ মিটার দৌড়, উচ্চ লম্ফ, লং জাম্প এবং মোড় খেলা। রিলে দৌড়ে দলগত সহযোগিতা ও কৌশল ছিল মূল নির্ধারক। ৮০০ মিটার দৌড় ছিল সহনশীলতা ও মানসিক দৃঢ়তার প্রকৃত পরীক্ষা। মোড় খেলার মতো ঐতিহ্যবাহী প্রতিযোগিতা মাঠে হাস্যরস, প্রতিযোগিতা এবং স্পোর্টসম্যানশিপের অন্য রকম আবহ তৈরি করে।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বার্ষিক শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা ২০২৬। পাঠচক্র, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, সংগীত ও নৃত্য পরিবেশনসহ নানা ইভেন্ট শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক দক্ষতার দারুণ প্রদর্শন ঘটায়।
পুরো আয়োজনটি কলেজের পাঠ্যবহির্ভূত কার্যক্রমে প্রাণ সঞ্চার করে এবং শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পীরগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা এবারও প্রমাণ করেছে।এই প্রতিষ্ঠান শুধুই পাঠদানের জায়গা নয়; এটি একটি পূর্ণাঙ্গ মানবিক বিকাশের কেন্দ্র।
Leave a Reply
You must be logged in to post a comment.