সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অবস্থিত পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে বৃহস্পতিবার উদ্দীপনাময় আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কলেজ প্রাঙ্গণ সাজ–সহকারে সজ্জিত থাকায় নতুন শিক্ষার্থীরা প্রথম পা রাখতেই অনুভব করেছিল গর্ব ও গৌরবের মিলন। পুরো ক্যাম্পাসই যেন এক উৎসবমুখর পটভূমিতে রূপ নিয়েছিল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এবিএম কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এমএন ইসফাকুল কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, তার সাথে কলেজের প্রভাষকগণ রফিকুল ইসলাম, অধ্যাপক ফওজিয়া, এবং বিদ্যুৎসাহী সদস্য খন্দকার ছামছিয়ার বেগম। এছাড়া, কলেজ পরিচালনা পরিষদের সদস্য, অন্যান্য প্রভাষক, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে পরিচ্ছন্নভাবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন ” শিক্ষা হলো কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং একটি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠার সোপান। তারা নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও উচ্চশিক্ষার প্রতি মনোযোগ বাড়ানোর গুরুত্ব পুনরায় জোর দিয়ে উল্লেখ করেন। বিশেষ করে বলেন, নারী শিক্ষার প্রসার ও সমাজ পরিবর্তনের ক্ষেত্রে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ভূমিকা অত্যন্ত প্রাসঙ্গিক ও প্রশংসনীয়।
এরপর মোড়ক উন্মোচন হয় মেধা তালিকায় স্থান পাওয়া এবং শারীরিক ও বৌদ্ধিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণের। কলেজের নিয়মিত শ্রেণায় সৎ-মেধায় জায়গা করে নেওয়া শিক্ষার্থীদের হাতে শিরোপা এবং সম্মাননা তুলে দেওয়া হয়। সেই সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা প্রাপ্য পুরস্কার পেয়ে উৎসবমুখর অভিব্যক্তি ব্যক্ত করেন। পুরস্কারপ্রাপ্তরা কলেজ পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই স্বীকৃতি তাদের জন্য অনুপ্রেরণার মাত্রা।
সবশেষে, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর সংগীত ও নৃত্য পরিবেশনাসহ সাংস্কৃতিক অনুষঙ্গ অনুষ্ঠানে প্রাণবন্ত করে তোলে। কলেজের শিক্ষিকা-শিক্ষার্থীরা এবং অতিথিদের সান্নিধ্যে অনুষ্ঠানটি একটি অনন্য স্মৃতিতে রূপ নেয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে অধ্যক্ষ ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজ পরিষদ, শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিসহ সকলের প্রতি।
এদিনের নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুধু এক দিনের আয়োজন ছিল না; তা ছিল নতুন শুরু, নতুন অধ্যায়ের সূচনা। পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সার্বিক সক্ষমতা, শৃঙ্খলা ও শিক্ষার গুণগত মান এমন অনুষ্ঠান দ্বারা এক ধাপে উজ্জ্বল হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী সবাই বিশ্বাস প্রকাশ করেন, নতুন শিক্ষাবর্ষ ও আগত নবীনরা তাদের মেধা ও পারিশ্রমিকের মাধ্যমে কলেজের সুনাম আরও উজ্জ্বল করবে, এবং পীরগঞ্জে নারী শিক্ষার প্রসার এক নতুন গতি পাবে।