খবরবাড়ি ডেস্কঃ ৮ ডিসেম্বর পলাশবাড়ী পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আট দিন আগেই পলাশবাড়ী পাক হানাদার মুক্ত হয়। আর সেদিন ৮ ডিসেম্বর আজকের গাইবান্ধা জেলার ছোট্ট উপজেলা শত্রু মুক্ত বা স্বাধীন হয়।
গাইবান্ধার পলাশবাড়ীতে ঐতিহাসিক ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্রেস কাব পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ প্রেস কাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি কবি ও আবৃত্তিশিল্পী আমিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণে আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত করেন মোজাম্মেল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাব উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক নুর আলম সরকার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, পলাশবাড়ী মডেল প্রেস কাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, খবরবাড়ি টুয়েন্টফোর ডটকম-এর সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন ও প্রবীণ বিএনপি নেতা মুনসুর আলী সরকার মন্টু প্রমুখ। এসময় সাংবাদিক আরিফ উদ্দিন, এসআই হাবিব, আশরাফুল আলম, মামুন শেখ, লাবুনী আক্তার, সাগর রাখুসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা ও ত্যাগের কথা, পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করে পলাশবাড়ীকে শত্রুমুক্ত করতে জীবন বাজি রেখে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন তাদের অবদানের কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সেইসাথে আগামীতে যেন সরকারিভাবে পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৮ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবসটি পালন করা হয়। সেজন্য পলাশবাড়ী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রেস কাব উপজেলা শাখা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিথুন।
Leave a Reply
You must be logged in to post a comment.