খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টিভির প্রতিনিধি সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে প্রেসক্লাব ভবনে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ফেরদৌস মিয়া, খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মতিন মোহাম্মদ, অর্থ সম্পাদক হামিদুল হক মন্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিদুষ রায়, কার্যকরী সদস্য এডভোকেট আবেদুর রহমান সবুজ, সদস্য মাসুদ রানা ও ওমর ফারুক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিক পাপুল সরকারের পেশাদারিত্ব, নিষ্ঠা ও ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর পথচলায় আরও সাফল্য কামনা করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন।
Leave a Reply
You must be logged in to post a comment.