খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ভিডিও’র মাধ্যমে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারি কশিনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার।
পৌরসভা এলাকার জনগুরুত্বপূর্ণ বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান প্রকল্প’র আওতায় রাস্তা, ফুটপাত, সড়কবাতির উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, হাট-বাজার, বাস টার্মিনাল, ডাম্পিং স্টেশন, সুপার মার্কেট, ব্রিজ-কালভার্ট, পৌরভবন নির্মাণ, বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও আধুনিক নগর সেবা ছাড়াও বিভিন্ন দিক উপস্থাপন করেন পৌরসভার সহকারি প্রকৌশলী এবং পৌর নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. মর্তুজা এলাহী।
এসময় পৌর সহায়তা কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান ও থানা অফিসার ইনচার্জ দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ছাড়াও টিএলসিসি কমিটির সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন