খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়নের সুবিধাভোগীর মাঝে সুষ্ঠুভাবে ভিডব্লিউবি’র চাল বিতরণ সম্পন্ন করা হয়েছে।
অত্র কর্মসূচির আওতায় তালিকাভুক্ত উপকারভোগী দুঃস্থদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে বিরতিহীন সন্ধ্যা পর্যন্ত এলাকার হাসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বর থেকে ৩০ কেজি করে ২৬৬ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ হয়। ইউপি’র অন্তর্ভুক্ত ওয়ার্ড সমূহের ইউপি সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি হেলাল মিয়া ছাড়াও সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।