খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোদন করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় রোববার (২৮ ডিসেম্বর) সকালে পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে এ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
উপজেলা শিক্ষা অফিস ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও’র) আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলার রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. রবিউল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাহমুদুল হাছান, গাইবান্ধা ইএসডিও’র এরিয়া ম্যানেজার ফারুক হোসেন, ফিডিং কর্মসূচির উপজেলা ম্যানেজার নাজির হোসেন, ইএসডিও’র কোমরপুর শাখা ম্যানেজার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার।
উল্লেখ্য; ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও’র) বাস্তবায়নে ২০২৫ সালের ১১ নভেম্বর হতে পরবর্তী ৯ মাস পর্যন্ত এ উপজেলার ২১৬টি বিদ্যালয়ের ২০ হাজার ৮শ’ ২২ জন শিক্ষার্থীদের মাঝে তিনদিন বোন রুটি, সিদ্ধ ডিম ও কলা বিতরণ ছাড়াও দু’দিন দুধ, বিস্কুট ও মৌসুমী বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
Leave a Reply
You must be logged in to post a comment.