খবরবাড়ি ডেস্কঃ সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতেও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
কর্মসূচির মধ্য ছিল সূর্যোদ্বয়ের সাথে সাথে স্থানীয় শহীদ মিনার পাদদেশে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে ৩১ বার তোপধ্বনি শেষে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৯টায় থেকে পর্যায়ক্রমে পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ পরিদর্শন, দিনব্যাপী আড়ম্বরপূর্ণ চারু-কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের বিজয় মেলার উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান, বাদ যোহর এবং সুবিধামত সময় জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সকল মসজিদ, মন্দির ছাড়াও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। দুপুর ২টায় হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন। বিকেল ৩টায় উপজেলা প্রশাসন বনাম সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগীতা এবং ৪টায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়।
এরআগে দিবসের শুভসূচনা লগ্নে শহীদ মিনার পাদদেশে পুস্পস্তর্বক অর্পণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ সারোয়ার আলম খান, পৌরসভা, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, জাসাস, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, মৎস্যজীবিদল, জিয়া মঞ্চ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বিশ্ব সাহিত্য কেন্দ্র, আনসার ভিডিপি, পলাশবাড়ী প্রেস কাব, প্রেস কাব পলাশবাড়ী, রিপোর্টার্স ইউনিটি, মডেল প্রেস কাব, উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা,ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ হতে পৃথক ভাবে শহীদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শেষে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ছাড়াও দেশের সার্বিক উন্নতি ও অগ্রগতিসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দো’আ ও মোনাজাত করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.