খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ইউএসডিওএস ফাইট সেøভারী এন্ড ট্রাফিকিং-ইন পারসনস্ (এফএসটিআইপি) প্রোগ্রাম-এর উদ্যোগে স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন ঈমাম, শিক্ষক স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে সোমবার (৮ ডিসেম্বর) সকালে পলাশবাড়ীরপল্লী অগ্রগতি সংস্থার হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মন্ডল। এসময় অন্যান্যদের মধ্যে জিইউকে’র কাউন্সিলর মিতা আলম, স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, ইমাম, শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটির সঞ্চালনায় ছিলেন জিইউকে’র প্রজেক্ট অফিসার মিজানুর রহমান।
বক্তারা সভায় বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকি স্বরূপ, নিরক্ষরতা এবং দারিদ্র্য বাল্যবিবাহ মেয়েদের শিক্ষা জীবনের ইতি ঘটায়। সাধারণত অনুন্নত দেশসমূহে পারিবারিক সহিংসতা অল্প বয়সে কম শিক্ষিত বিবাহিত মেয়েদের পারিবারিক সহিংসতার হার বেশি। বাল্যবিবাহ বন্ধে অভিভাবক, স্থানীয় নেতৃবৃন্দ, চেয়ারম্যান, বিশেষ করে কাজীদের গুরুপূর্ণ ভূমিকা পালন করা ছাড়াও মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জোর তাগিদ দেন।
Leave a Reply
You must be logged in to post a comment.