খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ প্রেস কাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনপোলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ বুদ্ধিজীবিসহ সকল শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন পল্লী অগ্রগতির সংস্থার নির্বাহী পরিচালক মো. সুরুজ হক লিটন, খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, বাংলাদেশ প্রেস ক্লাব উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক নুর আলম সরকার, সাংবাদিক এসআই হাবিব প্রমুখ। এসময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদুল হক রুবেল, সাংবাদিক আরিফ উদ্দিন, নুর মোহাব্বত সরকার, মামুন শেখ, লাবুনী আক্তার, আলম মিয়া, মাসুদ রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভাটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিথুন।
Leave a Reply
You must be logged in to post a comment.