খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা সাংবাদিক ফজলুল হক দুদু। সভায় বক্তব্য রাখেন পল্লী অগ্রগতি সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোছা. লিপি খাতুন, বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা মোছা. সাবিনা ইয়াসমিন, পবনাপুর ইউপির সাবেক চেয়ারম্যান কেএম আনিছুর রহমান মানিক, পলাশবাড়ী মডেল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিথুন প্রমুখ। এসময় বসুন্ধরা শুভ সংঘের অন্যান্য সদস্যবৃন্দসহ শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বদ্ধভূমিতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।
সভায় বক্তারা সবাই মিলে বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল হওয়ারও অনুরোধ করেন। পাশাপাশি সকল মানুষকে ব্যক্তিগত ভাবে পরিস্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাসহ পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সচেতন হওয়ার আহবান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.