খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক আইডিতে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ প্রেস কাব পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বেতকাপা ইউপি’র রাইতি নড়াইল গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে ইটভাটা ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য ও বাংলাদেশ প্রেস কাব উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. খোকা মিয়া।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার ব্যবসায়ী বিষয় নিয়ে একটি কচক্রিমহল বিভিন্ন সময় আমাকে হুমকি-ধামকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় উক্ত বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘হৃদয়ে পলাশবাড়ী’ নামীয় একটি ফেসবুক আইডিতে আমাকে আওয়ামী লীগের নেতা বানিয়ে মিথ্যা অপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি আওয়ামী লীগ সংগঠনের সাথে কখনই জড়িত ছিলাম না। একটি কুচক্রিমহল আমাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন এবং ব্যবসায়ীক ভাবে ক্ষতি করার লক্ষ্যে অপ্রচার চালানো হচ্ছে। যা মিথ্যা-বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত। এহেন মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে তীব্র, নিন্দা ও প্রতিবাদ জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.