খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের উদায়সাগর গ্রামের মুন্সিপাড়ায় একটি পুকুর থেকে সালাম মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে ওই গ্রামের একটি পুকুরে ভাস্যমান অবস্থায় সালাম মিয়ার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, নিহত যুবক সালাম মিয়া পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ী বাজারের কেন্দ্রীয় মন্দিরের সামনে শাক-সবজি বিক্রি করতেন। দীর্ঘদিন থেকে সে মৃগী রোগে ভুগছিলেন। সালাম গত দিন ধরে নিখোঁজ ছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মৃগী রোগের কারণে হয়তো বা পানিতে নামলে সে উঠতে না পারায় তার মৃত্যু হয়।
থানা অফিসার ইনচার্জ সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.