খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে ধারাবাহিকভাবে খড়ের পালায় অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকির ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে একটি পরিবার।
২৮ ডিসেম্বর রবিবার রাত ৭টায় পলাশবাড়ী প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের মাজিজুস ছোবহান মাজু মেম্বারের মেয়ে ভুক্তভোগী মোছাঃ তানজিনা আকতার সেতু।
তিনি বলেন,আজ আমরা অত্যন্ত অসহায় অবস্থায় প্রশাসন ও দেশবাসীর সহানুভূতি ও সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরে পরিকল্পিতভাবে তাদের বাড়িতে থাকা গবাদিপশুর খাদ্য হিসেবে সংরক্ষিত খড়ের পালায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করে জানান গত ২৪ ও ২৬ ডিসেম্বর তাদের বাড়ীতে খরের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বশেষ ২৭ ডিসেম্বর আবারও খড়ের পালায় আগুন দেওয়া হয়, এতে তাদের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, সর্বশেষ অগ্নিসংযোগের সময় তারা অভিযুক্তকে হাতেনাতে শনাক্ত করেন। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মৃত মিরু মন্ডলের মেজো পুত্র নিরোন মন্ডল।
ঘটনার বিচার চেয়ে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও, অভিযোগের পর বিবাদী পক্ষ আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তানজিনা আকতার সেতু বলেন, অভিযোগ দেওয়ার পর আমাদের পরিবারের সদস্যদের প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি এখন আমাদের জানমালের ওপর সরাসরি হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে তিনি অবিলম্বে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত নিরোন মন্ডল ও তার সহযোগীদের গ্রেপ্তার, ভুক্তভোগী পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধারাবাহিক অগ্নিসংযোগের মাধ্যমে সৃষ্ট ক্ষয়ক্ষতির সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গাইবান্ধা জেলা পুলিশ সুপার ও পলাশবাড়ী থানার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.