খবরবাড়ি ডেস্কঃ
গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৪ ডিসেম্বর বুধবার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য অধিদপ্তরের নির্দেশনায় স্থানীয় পর্যায়ে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পলাশবাড়ীতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রদর্শিত চলচ্চিত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটের সময়সূচি, ভোট প্রদান পদ্ধতি, ভোটারের দায়িত্ব ও গণভোটে উত্থাপিত সংস্কার প্রস্তাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও বোধগম্যভাবে তুলে ধরা হয়। এ সময় উপস্থিত সাধারণ জনগণকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.