খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাইবান্ধার সহ যুব বিষয়ক সম্পাদক ফরিদুল হক রুবেল।
বুধবার (৩ ডিসেম্বর) বাদ মাগরিব বাংলাদেশ প্রেস কাব পলাশবাড়ী উপজেলা শাখার কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব গাইবান্ধা জেলা বিএনপির সদস্য আয়নাল হক মাষ্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল, বিএনপি নেতা ময়েন উদ্দিন মেম্বার, জিয়া জিয়া মঞ্চ মিজানুর রহমান সেলিম, যুগ্ম আহবায়ক কাজল মাহমুদ, খাজা মিয়া, সাবেক শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম ছকু, আলম মিয়া, ফুয়াদ প্রমুখ।
মিলাদ মাহফিল শেষে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের্য নেতাকর্মী-সমার্থক অংশগ্রহণ করেন।
মোনাজাতে নতুন বাংলাদেশ গঠনে বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ আলহাজ্ব মোস্তাফিজার রহমান রাজা। তার সাথে ছিলেন মুয়াজ্জিন হাফেজ বেলাল হোসেন।