খবরবাড়ি ডেস্কঃ
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, জেলা টিটিসি টেকনিক্যাল ইন্সট্রাকটর শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার স্বর্ণা সাহা টুসি, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার এবং খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকম-এর সম্পাদক মুশফিকুর রহমান মিলটন প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসীরা মুক্তিযোদ্ধাদের মতোই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই প্রবাসীদের অবহেলা ও তুচ্ছতাচ্ছিল্য বন্ধ করতে হবে। তারা আরও বলেন, বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি এবং কোনোভাবেই দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার ফাঁদে পড়া যাবে না। একই সঙ্গে প্রবাসীদের পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম,
পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক আল আমিন সরকার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন।
Leave a Reply
You must be logged in to post a comment.