খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা কালে ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জামাদি ভাংচুর করে বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কেশবপুর ব্রিজের পাশে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা পরিষদের সিএ আনোয়ার হোসেন ছাড়াও পৌরসভার কর্মচারী ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাইপসহ অন্যান্য সরঞ্জামাদি ভাংচুর করা হয়। বালু উত্তোলনকারীদের কাউকে পাওয়া যায়নি।
অপরদিকে; লাইসেন্স এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে দু’জনকে জরিমানা করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।