খবরবাড়ি ডেস্কঃ ‘সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন’ এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে।
এ উপলক্ষে গাইবান্ধা পৌরশহরের দক্ষিণ ধানঘড়া এলাকায় রোববার (৭ ডিসেম্বর) বিকেলে তৃণমূলে নারী-পুরুষদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, কার্যকরী সদস্য বিথী বেগম প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে নারী নির্যাতনের ধরন পাল্টেছে, মোবাইল, কম্পিউটারসহ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ব্যক্তিগত তথ্য নিজস্ব বিশ্বাস কিংবা স্পর্শকাতর বিষয় নিয়ে অনেকে হেনস্তা বিব্রত বা অপমান করছে। বর্তমানে মিথ্যা তথ্য ছড়ানো,আক্রমাণাত্মক মন্তব্য করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে যা সামাজিক শৃংখলা নষ্ট করছে। সাইবার সহিংসতাসহ সকল প্রকার নির্যাতন প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।
Leave a Reply
You must be logged in to post a comment.