সাকিব আহসান, পীরগঞ্জ,ঠাকুরগাঁওঃ
মানবসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে “বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫”-এ দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান মোঃ হাবিবুর রহমান হাবিব। সারা দেশের সেরা ১৫ জন স্বেচ্ছাসেবকের মধ্য থেকে এই সম্মান অর্জনের মাধ্যমে তিনি পীরগঞ্জ ও ঠাকুরগাঁও জেলার জন্য গর্বের এক নতুন অধ্যায় রচনা করেছেন।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ‘ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে ২০২৫’ উপলক্ষে ভিএসও বাংলাদেশ আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. শেখ মোঃ জোবায়েদ হোসেন বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় ভিএসও বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মোঃ কামাল হোসেন, ন্যাশনাল ইয়ুথ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডা. মোঃ আরমান হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ পৌর শহরের জগথা মহল্লার সালাউদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাবিব শৈশবকাল থেকেই মানবসেবায় গভীর আগ্রহী। তার স্বেচ্ছাসেবামূলক পথচলার সূচনা মাধ্যমিক পর্যায়ে স্কাউটিংয়ের মাধ্যমে। পরবর্তীতে ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় তিনি স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন “ল্যাম্পপোস্ট”-এর সঙ্গে যুক্ত হন, যা তার সংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হাবিব একশনএইড বাংলাদেশ-এর বিএফআই প্রকল্পের আওতায় সীমান্তবর্তী এলাকার আদিবাসী, দলিত ও হরিজন যুবদের নিয়ে সরাসরি কাজ করেন। তিনি ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের যুবদের নিয়ে প্রতিষ্ঠা করেন “সূর্যপুরি যুবফোরাম, পাঠাগার ও বিজ্ঞান ক্লাব”। ২০১৮ সালে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ‘প্রোমোট’ প্রকল্পে উপজেলা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়ে তার নেতৃত্বে ৬ শতাধিক যুবক কারিগরি, জীবন দক্ষতা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ লাভ করেন।
২০১৯ সালে তিনি গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ (জিপিবি) ও ‘পরিবর্তন চাই’-এর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেন। ২০২০ সালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন আইওইউএনভি (International Organization of United Nations Volunteers)-এর রংপুর বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে পীরগঞ্জে ইএসডিও’র সহায়তায় গড়ে ওঠে ৬টি স্বেচ্ছাসেবী সংগঠন, ১১টি কিশোর-কিশোরী ক্লাব ও ৫টি লাইব্রেরি।
কোভিড-১৯ মহামারির সময় খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা, বাল্যবিবাহ রোধ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, মাস্ক ও স্যানিটাইজার বিতরণসহ নানা মানবিক উদ্যোগে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। পাশাপাশি ২৪১ জন শিশুশ্রমিককে স্কুলমুখী করা, প্রতিবছর দুই হাজার বৃক্ষরোপণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ তার মানবিক কাজের উজ্জ্বল দৃষ্টান্ত।
বর্তমানে তিনি ন্যাশনাল ইয়ুথ ফোরামের রংপুর বিভাগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। জাতীয় পর্যায়ে এই সাফল্য হাবিবুর রহমান হাবিবকে শুধু একজন সফল স্বেচ্ছাসেবকই নয়, বরং তরুণ সমাজের জন্য অনুকরণীয় এক মানবিক নেতৃত্বে পরিণত করেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.