খবরবাড়ি ডেস্কঃ ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে গাইবান্ধা ফুটবল একাডেমী নারী দলকে ২-০ গোলে হারিয়েছে জেলার পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমী নারী দল।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলু মামুন। অন্যন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম, নেজারত জারত ডেপুটি কালেক্টরেট সাব্বির আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক শহীদুজ্জামান শহীদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ধীরেশ চক্রবর্তী উজ্জল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর দিলরুবা পারভিন ঝর্না, সাবেক ফুটবলার ইলিয়াস হোসেন, রুবেল হোসেন, বাবুল মিয়া, আব্দুল কুদ্দুস, সুরুজ হক লিটন, মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা খেলোয়াদের মাঝে পুরস্কার বিতরণ করেন।