বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর শাহপাড়া এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটন সাহেবের মালিকানাধীন সাবেয়া অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাইস মিলে সিসি ক্যামেরা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।এ সময় মিলের ভেতরে অবস্থানরত সকল শ্রমিক ও কর্মচারীদের মারধর করে এবং হাত বেঁধে জিম্মি করে রাখে ডাকাতরা।
ডাকাতির সময় এক বৃদ্ধ শ্রমিককে গুরুতরভাবে আঘাত করা হয়। তার মাথা ফেটে গেলে তাকে তাৎক্ষণিকভাবে পুলিশের সহোযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও আরও কয়েকজন শ্রমিক কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে।ডাকাত দল মিলের ক্যাশ ভাঙ্গার চেষ্টা করেন।খবর পেয়ে তিনটি পিকআপ ভ্যানে পুলিশ ঘটনাস্থলে আসার খবর পেয়ে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।পালানোর সময় তারা তাদের সঙ্গে থাকা কিছু জিনিসপত্র ফেলে রেখে যায়।
এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ রহুল আমিন বলেন “আমরা খবর পেয়ে ৮ থেকে ১০ মিনিটের মধ্যে ঘটনা স্থলে যাই।টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়।মিলের ক্যাশ ভোল্ট ভাঙ্গতে পারেনি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply
You must be logged in to post a comment.