আব্দুল্লাহিল শাহীন,তারাগঞ্জ, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় শহীদ শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় উপজেলার নতুন চৌপুথী ঈদগাহ মাঠে এ গায়েবানা নামাজ আদায় করা হয়।
গায়েবানা জানাজায় তারাগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন। নামাজ শেষে শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত মুসল্লিরা শহীদ শরীফ ওসমান বিন হাদির আত্মত্যাগ স্মরণ করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা অনুষ্ঠানে শোক ও শ্রদ্ধায় মুখরিত পরিবেশের সৃষ্টি হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.