বুলবুল হোসেন ,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট–ফেজ টু এর আওতায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ এমদাদুল হক মিলন।তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি ১নং আলমপুর ইউনিয়নের সেরমস্ত গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) সন্ধ্যা প্রায় ৭টার দিকে তারাগঞ্জ থানা পুলিশ তারাগঞ্জ বাজারে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, অপারেশন ডেভিল হান্ট–ফেজ টু এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত পতিত আওয়ামী লীগ নেতাকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.