শরীফ মেহেদী হাসান,রংপুরঃ
তারাগঞ্জ ও,এ কামিল মাদ্রাসার চলমান নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, গোপন বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে অধ্যক্ষ এসএম আব্দুস সালামের অপসারণ ও পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচারণার মাধ্যমে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মাদ্রাসার সামনে-গোপনে নিয়োগ সম্পন্ন করা, সাংবাদিকদের হেনস্তা এবং অর্থের বিনিময়ে সংবাদ না করার প্রস্তাব দেওয়াসহ অধ্যক্ষ এস এম আব্দুস সালামের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পর স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করেন।
জানা গেছে, তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, নিরাপত্তা কর্মী, নৈশ্যপ্রহরী, ও আয়ার পদ খালি।
অভিযোগ উঠেছে, অধ্যক্ষ আব্দুস সালাম এই চার পদে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য ২০ নভেম্বর নাম সর্বস্ব পত্রিকায় গোপনে বিজ্ঞাপন দেন। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করার আহ্বান জানান। কিন্তু নিয়োগের বিষয়টি মাদ্রাসার অধিকাংশ শিক্ষকই জানেন না। অন্যরা নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে জানতে গেলে তিনি টালবাহনা করেন এবং কোন পত্রিকায় কবে নিয়োগ হয়েছে তথ্য দিতে অস্বীকৃতি জানান। প্রচারণা না থাকায় এলাকার প্রার্থীরা আবেদন করতে পারেন না।
এ বিষয়ে গত ৯ ডিসেম্বর সাংবাদিকরা জানতে চাইলে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অপমানজনক ভাষায় কথা বলেন। এক পর্যায়ে স্থানীয় দুই সাংবাদিককে হেনস্থা করে তথ্য না দিয়ে সংবাদ প্রকাশ বন্ধ রাখার জন্য টাকা অফার করেন। এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নিয়োগের বিষয়টি মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় লোকজন, শিক্ষিত যুবকেরা জানতে পারেন। এ ঘটনায় চাঞ্চল্যেও সৃষ্টি হয়। এরই প্রতিবাদে অধ্যক্ষকে অপসারণ ও পুণঃবিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেন তাঁরা। এবং ইউএনওর মাধ্যমে রংপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন স্থানীয় চাকরি প্রত্যাশীরা ও সাধারণ এলাকাবাসী।
Leave a Reply
You must be logged in to post a comment.