শরীফ মেহেদী হাসান, তারাগঞ্জ,রংপুরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সারা দেশের মতো রংপুরের তারাগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে মাঠে নেমেছে প্রশাসন।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় তারাগঞ্জ হাট এলাকার বিভিন্ন স্থাপনা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি কার্যকরের অংশ হিসেবে আগের সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণের বাধ্যবাধকতা রয়েছে। এরই ধারাবাহিকতায় তারাগঞ্জ উপজেলার বিভিন্ন দোকানপাট, দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে লাগানো রাজনৈতিক দলের পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনো দল যেন অবৈধভাবে প্রচারণার মাধ্যমে প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়ে আমরা কঠোরভাবে নজরদারি করছি।
Leave a Reply
You must be logged in to post a comment.