শরীফ মেহেদী, হাসান,তারাগঞ্জ,রংপুরঃ
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে সামনে রেখে অন্য দলের পাশাপাশি জাতীয় পার্টির চলছে নমিনেশন যুদ্ধ, আর এই যুদ্ধতে ইতিমধ্যে জাতীয় পার্টির ৬ জন প্রার্থীকে চূড়ান্ত নমিনেশন প্রদান করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ৬ জন সৌভাগ্যবান প্রার্থীর মধ্যে
রংপুর ০১ ব্যারিস্টার মঞ্জুম।
রংপুর ০২ জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আনিসুল ইসলাম মন্ডল।
রংপুর ০৩ জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম কাদের নিজে।
রংপুর ০৪ আবু নাসের শাহ মাহবুবুর রহমান।
রংপুর ০৫ ফখরুজ্জামান জাহাঙ্গীর।
রংপুর ০৬ নূরে আলম জাদু।
পর্যায়ক্রমে যাচাই-বাছাই করে বাকি আসনগুলো তে প্রার্থী দিবে জাতীয় পার্টি একাধিক সূত্র থেকে খবর পাওয়া গেছে, এদিকে রংপুর ০২ এ আনিসুল ইসলাম মন্ডলকে জাতীয় পার্টি নমিনেশন দেওয়ায় জাতীয় পার্টির ভক্ত ও সমর্থকদের স্বস্তির ছায়া দেখা যাচ্ছে,
মুঠোফোনে আনিসুল ইসলাম মন্ডল এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আপনাদের সকলের দোয়ায় নমিনেশন পেয়েছি, জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয় আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করার কথা বলেছে, জাতীয় পার্টি তারাগঞ্জ বদরগঞ্জের কারো সাথে আর কোন বিরোধ রইল না, অতীতেও আমার সাথে করার কোন বিরোধ ছিল না,যদি আমার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুলের কারণে আপনারা কেউ আমার উপর মন করে খারাপ করে থাকেন, নিঃস্বার্থভাবে ক্ষমা করে আমাকে সহযোগিতা করবেন ও ভোট দিবেন।
আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া একান্তভাবে কাম্য। তিনি আরো বলেন সুষ্ঠু ভোট হলে বিশাল ব্যবধানে জাতীয় পার্টি জয়লাভ করবে বলে আমি আশা করি।
নমিনেশন সমাবেশ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোটের মহাসচিব, জাতীয় পার্টির মহিলা দলের সভাপতি, জাতীয় কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ, তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ, শাবলু চৌধুরী, মাসুদ রানা, বুলেট, আনিস প্রিন্সিপাল সহ আরো অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.