খবরবাড়ি ডেস্কঃ চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং নিউমুরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
‘বামপন্থী ছাত্রসংগঠনসমূহ, গাইবান্ধা’র ব্যানারে এ কর্মসূচি থেকে দেশের বিভিন্ন স্থানে সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচিতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা ও দেশব্যাপী মব সন্ত্রাস বন্ধের দাবী জানান বক্তারা।
শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এক নম্বর রেলগেট এলাকায় গিয়ে সমাবেশ করে।
চট্টগ্রাম বন্দর ইজারার উদ্যোগ বন্ধের দাবীতে বামপন্থী দলগুলোর যমুনা অভিমুখী বিক্ষোভ মিছিলে পুলিশী হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, বন্দর ইজারার উদ্যোগ দেশের অর্থনৈতিক নীতি ও জনগণের স্বার্থের বিরুদ্ধে।
তারা বলেন, এসব বন্দর পরিচালনার ক্ষেত্রে দক্ষ জনবল, অভিজ্ঞতা ও সক্ষমতা দেশের মধ্যেই রয়েছে। তাই বিদেশি প্রতিষ্ঠানের হাতে বন্দরের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার কোনো যৌক্তিকতা নেই। বরং এমন সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ অর্থনীতি, বাণিজ্য এবং সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় বিদেশি প্রভাব বাড়িয়ে দিতে পারে।
দেশের বিভিন্ন স্থানে বাউলশিল্পীদের ওপর হামলার বিচার ও বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবী জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে বহু ধর্ম, বহু মত, বহু জাতির মানুষের বসবাস। প্রত্যেক মানুষেরই তাদের সংস্কৃতি ও কৃষ্টিকে স্বাধীনভাবে চর্চা করার অধিকার থাকা উচিত।
বক্তারা অবিলম্বে সারাদেশে মব সন্ত্রাস বন্ধের দাবী জানান। বিপ্লবী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক শাকিল আহম্মেদ রুদ্র নীলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি মৈত্রেয় হাসান জয়িতা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক কামরুল হাসান বসুনিয়া প্রমুখ।