খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গোবিন্দগঞ্জ থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে জিডি নং- ৫৯৫ তাং- ১৫-১২-২৫ এর আলোকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ ঢাকা-রংপুর মহাসড়ক এলাকায় এইচআর জুট মিলের পূর্বপাশে চেকপোস্টে তল্লাশি চালিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় রংপুর থেকে ঢাকাগামী নীলফামারী ট্রাভেলস্-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর নিকট থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলেন লালমনিরহাট সদর উপজেলার জুম্মাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলেআব্দুল হালিম ওরফে নয়ন (৩০)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী গাঁজা বহনের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৫, তাং-১৩/১২/২৫) দায়ের করাসহ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.