খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে এসআই হারুন অর রশীদ এর নেতৃত্বে উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কালে ৫ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার চর ফলিমারী এলাকার শহীদ আলীর ছেলে ইব্রাহিম (২২) ও একই জেলার কর্ণপুর এলাকার মৃত খয়েম উদ্দিনের ছেলে নুর ইসলাম (৩২)।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.