খরববাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও কাটাখালী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়নে এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবিত্র সরকার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল কাওছার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.