খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘আমরা এক পরিচয়ে এক কন্ঠে গোবিন্দগঞ্জবাসী’ ব্যানারে শুক্রবার (১২ ডিসেম্বর বিকেলে ঘন্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরশহরের থানা চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক আব্দুল মতিন মোল্লা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু রায়হান, আব্দুর রাজ্জাক, যুব জামায়াত নেতা ওমর ফারুক, যুবদল নেতা মেহেদী হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাকসুদ রহমান, অয়ন সুলতান, ইমরান আকন্দ, মোস্তাকিন আহম্মেদ, শরিফ শুভ, আবু তাহের, স্বাধীন, আরিফ ও আব্দুল আউয়াল প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নে দ্রত পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। ইপিজেড বাস্তবায়নে তালবাহানা করা হলে গোবিন্দগঞ্জের সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে ভবিষ্যতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ার দেন।
Leave a Reply
You must be logged in to post a comment.