খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাব রেজিস্টার অফিসে কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকদের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় সাব রেজিস্টার অফিস চত্বরে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চক গোবিন্দ জামে মসজিদের পেশ ইমাম আসুন মামুন।
প্রধান অতিথি দোয়া মাহফিল পূর্ব তাঁর বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে আপোষহীন সংগ্রামী নেত্রী। তিনি গণতন্ত্রের প্রতীক। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্রের মাকে ভীষণভাবে প্রয়োজন। দেশকে ভালোবাসার কারণে নিজের সন্তানকে হারিয়েও তিনি দেশ ছেড়ে যাননি। আমরা তাঁর সুস্থতা কামনায় দোয়া করছি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
দলিল লেখক সিদ্দিক হোসেনের সভাপতিত্বে এবং দলিল লেখক আজহারুল ইসলাম বাদশার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ। অন্যান্যদের মধ্যে পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, দলিল লেখক সাজু সরকার, আলামত হোসেন, রফিকুল ইসলাম সরকার, আব্দুল আউয়াল আকন্দ, জুয়েল আহমেদ, শ্রী দেবাশীষ কুমার চাকী কাজল, মনির হোসেন সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং দলিল লেখকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.