খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের কোমরপুর শাখা কার্যালয়ের পাশ থেকে ককটেলসদৃশ ৪টি বস্তু উদ্ধার করেছে র্যাব-১৩। তবে বস্তুগুলো কী সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কোমরপুর গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ের পাশে ককটেলসদৃশ ৪টি বস্তু পড়ে থাকতে দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিষয়টি র্যাব-১৩ রংপুরের বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হলে তারা গভীর রাতে ঘটনাস্থল থেকে ওই ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এ বিষয়ে বলেন, ককটেলসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে র্যাবের সহায়তায় সেগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো কী, কীভাবে, কারা নিয়ে এলো, তা তদন্ত করা হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.