খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের আদমপুর লূথারেণ গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা, কেক কর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বড়দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কর্তন করেন স্থানীয় সরকার গাইবান্ধার উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলী।
এসময় খ্রিস্টান নেত্রী এমিলি হেম্ব্রম, খ্রিস্টান নেতা ডা. ফিলিমন বাস্কে, আদমপুর লুথারেণ চার্চের পরিচালক সেফানিয়েল বেসরা, এলিয় হেম্ব্রম, জোনা হেম্ব্রম, ফিলিমন হেম্ব্রম, রামচন্দ্র মার্ডিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বড়দিন উপলক্ষে বুধবার সন্ধ্যা থেকে গোবিন্দগঞ্জ উপজেলার সাত ইউনিয়নের ৫২টি গীর্জায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও রামপুর, জয়পুর ও মাদারপুরসহ অন্যান্য খ্রিষ্টান সম্প্রদায়ের গীর্জাতেও অনুরূপভাবে প্রার্থনা, কেক কর্তন, নাচগান ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ পবিত্র দিনটি পালন করা হয়। বড়দিন উপলক্ষে আদিবাসীদের বাড়িতে বাড়িতে নানা ধরণের খাওয়ার আয়োজন, নতুন কাপড়ে সজ্জিত হয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে যাতায়াতের উৎসবের অংশ ছিল।
খ্রিস্টান নেত্রী এমেলি হেম্ব্রম বলেন, আজকের এই দিনটির জন্য আমরা সারাবছর অপেক্ষা করি। এদিন আমাদের সবার বাড়িতে শিশুরা মুখিয়ে থাকে উৎসব করার জন্য। এবার আমরা সৃষ্টিকর্তার কাছে দেশের কল্যাণ এবং মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করেছি।
Leave a Reply
You must be logged in to post a comment.