খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদজুম্মা উপজেলা মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোকাদ্দেম হোসেন সজল, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিপ্লব মৃধা, উপজেলা মডেল মসজিদের হাফেজ নাফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাও.ানা সিরাজুল ইসলাম।
আয়োজকরা জানান, বর্তমানে বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্টে থাকায় সারাদেশের ন্যায় গোবিন্দগঞ্জ উপজেলার নেতাকর্মীরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া শেষে বিএনপির নেতৃবৃন্দ বলেন, আমাদের মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, দেশনেত্রীর সুস্থতার জন্য সামনে আরোু দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে।