খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে এখন পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) গাইবান্ধা-৪ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।
আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এরআগে ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার দেওয়া তথ্যে জানা যায়, এ পর্যন্ত ডা. আব্দুর রহিম সরকার (জামায়াতে ইসলামী), মোহাম্মদ শামীম কায়সার লিংকন (বিএনপি), কাজী মশিউর রহমান (জাতীয় পার্টি), আতোয়ারুল ইসলাম নান্নু (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (ইসলামী আন্দোলন), ফারুক কবির আহমদ (স্বতন্ত্র), আব্দুর রউফ আকন্দ (স্বতন্ত্র), হুমায়ুন কবীর সরকার (স্বতন্ত্র), মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র) ও ছামিউল আলম রাসু (গণফোরাম) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, গাইবান্ধা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬১৬ জন, নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭৫৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।
Leave a Reply
You must be logged in to post a comment.