খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২০ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এতে গাইবান্ধা জেলার সংসদীয় পাঁচটি আসনের মধ্যে দু’টি আসনে প্রার্থী ঘোষণা দিলেন এনসিপি। ঘোষিত এ তালিকায় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে দলটির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ এবং গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে মনোনয়ন পেয়েছেন ডা. আ.খ.ম. আসাদুজ্জামান। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।
গাইবান্ধা-৩ আসনের প্রার্থী নাজমুল হাসান সোহাগের বাড়ী সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুর রহমান ও ছোমেলা রহমান দম্পতির সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন এবং সেখানে তিনি এমফিল পর্যায়ে অধ্যয়নরত। এর পাশাপাশি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিতে (চূড়ান্তবর্ষ) অধ্যয়নরত রয়েছেন।
প্রার্থীতা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নাজমুল হাসান সোহাগ বলেন, ‘গাইবান্ধা-৩ আসনের মানুষের আশা-আকাঙ্খা পূরণই আমার লক্ষ্য। জনগণের ভালোবাসা ও দোয়া পেলে উন্নয়ন ও পরিবর্তনের নতুন অধ্যায় সূচনা করবো।’
অন্যদিকে; গাইবান্ধা-৫ আসনের প্রার্থী ডা. আ.খ.ম. আসাদুজ্জামানের বাড়ি সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দন পাঠ গ্রামে। তিনি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আজিজুর রহমানের ছেলে। পেশাগত জীবনে তিনি একজন পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ।
ডা. আ.খ.ম. আসাদুজ্জামান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে সাঘাটা-ফুলছড়িকে একটি নিরাপদ, উন্নত ও আধুনিক এলাকায় রূপ দিতে চাই। মানুষের জন্য, মানুষের সাথে, মানুষের কল্যাণেই হবে আমার রাজনীতি।’
Leave a Reply
You must be logged in to post a comment.