খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রোপট ও আগামী দিনের করণীয় নির্ধারণের লক্ষ্যে গাইবান্ধায় ১০ দলীয় নেতৃবৃন্দের সম্মানে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে সভায় প্রধান অতিথি জামায়াতের জেলা আমীর জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম সরকার।
জামায়াত সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, খেলাফত মজলিসের সভাপতি আব্দুল হামিদ, আবু সাঈদ খুদরী, মুফতি ইদ্রিস বিন আনোয়ার, ইসলামী আন্দোলনের শেখ হেলাল উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির ফিহাদুর রহমান দিবস, এবি পার্টির রানা, বিডিপির সুলতান মাহমুদ ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশ ও জাতির সংকটময় মুহূর্তে সকল গণতান্ত্রিক ও ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১০ দলীয় জোটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, জনগণের অধিকার, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আগামী দিনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।
সভায় ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মূল্যবান মতামত তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.