খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, গাইবান্ধা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ , গাইবান্ধা প্রেস কাব, বাংলাদেশ প্রগতি লেখক সংঘসহ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পূর্ব শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফুল ইসলাম রঞ্জু, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজাসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাথীরা, সাংস্কৃতিক কর্মীরা এবং সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। শেষে দেশ ও জাতির মঙ্গলকামনাসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.